Skip to content

Latest commit

 

History

History
632 lines (450 loc) · 26.2 KB

bangla.md

File metadata and controls

632 lines (450 loc) · 26.2 KB

Laravel best practices

You might also want to check out the real-world Laravel example application

অনুবাদঃ

Nederlands (by Protoqol)

한국어 (by cherrypick)

日本語 (by 2bo)

漢語 (by xiaoyi)

ภาษาไทย (by kongvut sangkla)

فارسی (by amirhossein baghaie)

Português (by jonaselan)

Українська (by Tenevyk)

Русский

Tiếng Việt (by Chung Nguyễn)

Español (by César Escudero)

Français (by Mikayil S.)

Polski (by Karol Pietruszka)

Türkçe (by Burak)

Deutsch (by Sujal Patel)

Italiana (by Sujal Patel)

বাংলা (by Anowar Hossain)

العربية (by ahmedsaoud31)

اردو (by RizwanAshraf1)

Laravel example app

সূচীপত্র

সিঙ্গেল রেস্পন্সিবিলিটি প্রিন্সিপল বা একক দায়িত্ব নীতি

ফ্যাট মডেলস, স্কীনি কন্ট্রোলারস

ভ্যালিডেশন

বিসনেস লজিক সমূহ সার্ভিস ক্লাসে থাকা প্রয়োজন

একি জিনিস বার বার করবেন না। (DRY)

Query Builder এবং Raw SQL Query লেখার পরিবর্তে Eloquent কে গুরুত্ব দিন। Array থেকে Collection ব্যবহার কে গুরুত্ব দিন

সমানে এসাইন করা

ব্লেড-টেমপ্লেটে কোয়েরী লিখবেন-না এবং একবারে লোড করুন। (N + 1 সমস্যা)

কোড মন্তব্য লিখতে সমস্যা নাই, কিন্তু মেথডের নামকরণ এবং ভেরিয়েবলের নামকরণ মন্তব্য থেকে বেশি গুরুত্বপুর্ণ

ব্লেড টেমপ্লেটের মধ্যে JS এবং CSS সরাসরি ইঞ্জেক্ট করবেন না এবং PHP Class এ HTML লিখবেন না

সরাসরি লেখা থেকে কনফিগারেশন, ল্যাঙ্গুয়েজ এবং কনস্টান্ট ফাইল ব্যাবহার করুন

কমিউনিটিতে প্রচলিত মানসম্মত লারাভেলের টুলস গুলো ব্যাবহার করুন

লারাভেল নেমিং কনভেনশন অনুসরণ করুন

যত সম্ভব সংক্ষিপ্ত ও সহজে পড়া যায় এমন সিনট্যাক্স লিখবেন

নতুন ক্লাসের পরিবর্তে IoC কন্টেইনার বা facades ব্যবহার করুন

.env ফাইলের ডাটা সরাসরি নিবেন না

তারিখ গুলো স্ট্যান্ডার্ড ফরম্যাট এ রাখবেন। তারিখের ফরম্যাট পরিবর্তনের জন্য accessors এবং mutators ব্যবহার করুন

অন্যান্য ভাল অনুশীলন

সিঙ্গেল রেস্পন্সিবিলিটি প্রিন্সিপল বা একক দায়িত্ব নীতি

একটা ক্লাস এবং একটা মেথডের একটা করে কাজ/দায়িত্ব হওয়া উচিৎ।

খারাপঃ

public function getFullNameAttribute(): string
{
    if (auth()->user() && auth()->user()->hasRole('client') && auth()->user()->isVerified()) {
        return 'Mr. ' . $this->first_name . ' ' . $this->middle_name . ' ' . $this->last_name;
    } else {
        return $this->first_name[0] . '. ' . $this->last_name;
    }
}

ভালঃ

public function getFullNameAttribute(): string
{
    return $this->isVerifiedClient() ? $this->getFullNameLong() : $this->getFullNameShort();
}

public function isVerifiedClient(): bool
{
    return auth()->user() && auth()->user()->hasRole('client') && auth()->user()->isVerified();
}

public function getFullNameLong(): string
{
    return 'Mr. ' . $this->first_name . ' ' . $this->middle_name . ' ' . $this->last_name;
}

public function getFullNameShort(): string
{
    return $this->first_name[0] . '. ' . $this->last_name;
}

🔝 সূচীপত্রে ফিরে যান

ফ্যাট মডেলস, স্কীনি কন্ট্রোলারস

সবগুলো ডাটাবেস লজিক Eloquent মডেলে অথবা Repository ক্লাসে থাকা উচিৎ, আপনি যদি Query Builder অথবা raw SQL queries ব্যাবহার করেন।

খারাপঃ

public function index()
{
    $clients = Client::verified()
        ->with(['orders' => function ($q) {
            $q->where('created_at', '>', Carbon::today()->subWeek());
        }])
        ->get();

    return view('index', ['clients' => $clients]);
}

ভালঃ

public function index()
{
    return view('index', ['clients' => $this->client->getWithNewOrders()]);
}

class Client extends Model
{
    public function getWithNewOrders()
    {
        return $this->verified()
            ->with(['orders' => function ($q) {
                $q->where('created_at', '>', Carbon::today()->subWeek());
            }])
            ->get();
    }
}

🔝 সূচীপত্রে ফিরে যান

ভ্যালিডেশন

ভ্যালিডেশন কোড গুলো Controller থেকে Request class এ সরিয়ে ফেলুন।

খারাপঃ

public function store(Request $request)
{
    $request->validate([
        'title' => 'required|unique:posts|max:255',
        'body' => 'required',
        'publish_at' => 'nullable|date',
    ]);

    ...
}

ভালঃ

public function store(PostRequest $request)
{
    ...
}

class PostRequest extends Request
{
    public function rules()
    {
        return [
            'title' => 'required|unique:posts|max:255',
            'body' => 'required',
            'publish_at' => 'nullable|date',
        ];
    }
}

🔝 সূচীপত্রে ফিরে যান

বিসনেস লজিক সমূহ সার্ভিস ক্লাসে থাকা প্রয়োজন

একটা কন্ট্রোলারের একটাই কাজ হওয়া উচিৎ। তাই বিজনেস লজিক গুলো কন্ট্রোলার থেকে সার্ভিস ক্লাসে সরিয়ে ফেলুন।

খারাপঃ

public function store(Request $request)
{
    if ($request->hasFile('image')) {
        $request->file('image')->move(public_path('images') . 'temp');
    }
    
    ...
}

ভালঃ

public function store(Request $request)
{
    $this->articleService->handleUploadedImage($request->file('image'));

    ...
}

class ArticleService
{
    public function handleUploadedImage($image)
    {
        if (!is_null($image)) {
            $image->move(public_path('images') . 'temp');
        }
    }
}

🔝 সূচীপত্রে ফিরে যান

একি জিনিস বার বার করবেন না। (DRY)

কোডের পুনঃব্যবহার নিশ্চিত করুন। বার বার লেখার থেকে SRP আপনাকে সাহায্য করবে। সাথে Blade টেম্পলেট, Eloquent স্কোপ ইত্যাদির পুনঃব্যবহার করুন।

খারাপঃ

public function getActive()
{
    return $this->where('verified', 1)->whereNotNull('deleted_at')->get();
}

public function getArticles()
{
    return $this->whereHas('user', function ($q) {
            $q->where('verified', 1)->whereNotNull('deleted_at');
        })->get();
}

ভালঃ

public function scopeActive($q)
{
    return $q->where('verified', 1)->whereNotNull('deleted_at');
}

public function getActive()
{
    return $this->active()->get();
}

public function getArticles()
{
    return $this->whereHas('user', function ($q) {
            $q->active();
        })->get();
}

🔝 সূচীপত্রে ফিরে যান

Query Builder এবং Raw SQL Query লেখার পরিবর্তে Eloquent কে গুরুত্ব দিন। Array থেকে Collection ব্যবহার কে গুরুত্ব দিন

Eloquent আপনাকে পাঠযোগ্য এবং রক্ষণাবেক্ষণযোগ্য কোড করতে সাহায্য করবে। এছাড়াও, Eloquent এর বেশ কিছু বিল্ট-ইন টুলস আছে যেমনঃ soft deletes, events, scopes ইত্যাদি।

খারাপঃ

SELECT *
FROM `articles`
WHERE EXISTS (SELECT *
              FROM `users`
              WHERE `articles`.`user_id` = `users`.`id`
              AND EXISTS (SELECT *
                          FROM `profiles`
                          WHERE `profiles`.`user_id` = `users`.`id`) 
              AND `users`.`deleted_at` IS NULL)
AND `verified` = '1'
AND `active` = '1'
ORDER BY `created_at` DESC

ভালঃ

Article::has('user.profile')->verified()->latest()->get();

🔝 সূচীপত্রে ফিরে যান

সমানে এসাইন করা

খারাপঃ

$article = new Article;
$article->title = $request->title;
$article->content = $request->content;
$article->verified = $request->verified;

// Add category to article
$article->category_id = $category->id;
$article->save();

ভালঃ

$category->article()->create($request->validated());

🔝 সূচীপত্রে ফিরে যান

ব্লেড-টেমপ্লেটে কোয়েরী লিখবেন-না এবং একবারে লোড করুন। (N + 1 সমস্যা)

খারাপ (১০০ জন ইউজারের জন্য, ১০১ টা DB queries এক্সিকিউট হবে):

@foreach (User::all() as $user)
    {{ $user->profile->name }}
@endforeach

ভালো (১০০ জন ইউজারের জন্য, ২ টা DB queries এক্সিকিউট হবে)-ঃ

$users = User::with('profile')->get();

@foreach ($users as $user)
    {{ $user->profile->name }}
@endforeach

🔝 সূচীপত্রে ফিরে যান

কোড মন্তব্য লিখতে সমস্যা নাই, কিন্তু মেথডের নামকরণ এবং ভেরিয়েবলের নামকরণ মন্তব্য থেকে বেশি গুরুত্বপুর্ণ

খারাপঃ

if (count((array) $builder->getQuery()->joins) > 0)

তুলনামূলক ভালঃ

// Determine if there are any joins.
if (count((array) $builder->getQuery()->joins) > 0)

ভালঃ

if ($this->hasJoins())

🔝 সূচীপত্রে ফিরে যান

ব্লেড টেমপ্লেটের মধ্যে JS এবং CSS সরাসরি ইঞ্জেক্ট করবেন না এবং PHP Class এ HTML লিখবেন না

খারাপঃ

let article = `{{ json_encode($article) }}`;

তুলনামূলক ভালঃ

<input id="article" type="hidden" value='@json($article)'>

Or

<button class="js-fav-article" data-article='@json($article)'>{{ $article->name }}<button>

Javascript ফাইলের এর মধ্যেঃ

let article = $('#article').val();

সবচেয়ে ভালো হয় আলাদা ভাবে PHP থেকে JS প্যাকেজে ডাটা ট্র্যান্সফার করা।

🔝 সূচীপত্রে ফিরে যান

সরাসরি লেখা থেকে কনফিগারেশন, ল্যাঙ্গুয়েজ এবং কনস্টান্ট ফাইল ব্যাবহার করুন

খারাপঃ

public function isNormal()
{
    return $article->type === 'normal';
}

return back()->with('message', 'Your article has been added!');

ভালঃ

public function isNormal()
{
    return $article->type === Article::TYPE_NORMAL;
}

return back()->with('message', __('app.article_added'));

🔝 সূচীপত্রে ফিরে যান

কমিউনিটিতে প্রচলিত মানসম্মত লারাভেলের টুলস গুলো ব্যাবহার করুন

অন্যকোন থার্ডপার্টি packages বা tools ব্যাবহার করা থেকে লারাভেলের নিজস্ব ফাংশনালিটি এবং কমিউনিটি প্যাকেজ ব্যাবহার করা ভাল। ভবিষ্যতে কোন ডেভেলপার আপনার প্রজেক্টে কাজ করতে গেলে তাকে টুলস গুলো শিখে নেয়া লাগবে। এছাড়াও, থার্ডপার্টি packages বা tools ব্যাবহার করলে লারাভেল কমিউনিটি থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা কম। আপনার ক্লায়েন্ট কে সেটার জন্য অর্থ খরচ করাবেন না।

কাজ স্ট্যান্ডার্ড টুলস থার্ডপার্টি টুলস
Authorization Policies Entrust, Sentinel and other packages
Compiling assets Laravel Mix, Vite Grunt, Gulp, 3rd party packages
Development Environment Laravel Sail, Homestead Docker
Deployment Laravel Forge Deployer and other solutions
Unit testing PHPUnit, Mockery Phpspec, Pest
Browser testing Laravel Dusk Codeception
DB Eloquent SQL, Doctrine
Templates Blade Twig
Working with data Laravel collections Arrays
Form validation Request classes 3rd party packages, validation in controller
Authentication Built-in 3rd party packages, your own solution
API authentication Laravel Passport, Laravel Sanctum 3rd party JWT and OAuth packages
Creating API Built-in Dingo API and similar packages
Working with DB structure Migrations Working with DB structure directly
Localization Built-in 3rd party packages
Realtime user interfaces Laravel Echo, Pusher 3rd party packages and working with WebSockets directly
Generating testing data Seeder classes, Model Factories, Faker Creating testing data manually
Task scheduling Laravel Task Scheduler Scripts and 3rd party packages
DB MySQL, PostgreSQL, SQLite, SQL Server MongoDB

🔝 সূচীপত্রে ফিরে যান

লারাভেল নেমিং কনভেনশন অনুসরণ করুন

PSR standards অনুসরণ করুন।

এছাড়াও, লারাভেল কমিউনিটি কর্তৃক স্বীকৃত নামকরণের রীতি(নেমিং কনভেনশন) অনুসরণ করা যায়ঃ

কি কিভাবে ভাল খারাপ
Controller singular ArticleController ArticlesController
Route plural articles/1 article/1
Route name snake_case with dot notation users.show_active users.show-active, show-active-users
Model singular User Users
hasOne or belongsTo relationship singular articleComment articleComments, article_comment
All other relationships plural articleComments articleComment, article_comments
Table plural article_comments article_comment, articleComments
Pivot table singular model names in alphabetical order article_user user_article, articles_users
Table column snake_case without model name meta_title MetaTitle; article_meta_title
Model property snake_case $model->created_at $model->createdAt
Foreign key singular model name with _id suffix article_id ArticleId, id_article, articles_id
Primary key - id custom_id
Migration - 2017_01_01_000000_create_articles_table 2017_01_01_000000_articles
Method camelCase getAll get_all
Method in resource controller table store saveArticle
Method in test class camelCase testGuestCannotSeeArticle test_guest_cannot_see_article
Variable camelCase $articlesWithAuthor $articles_with_author
Collection descriptive, plural $activeUsers = User::active()->get() $active, $data
Object descriptive, singular $activeUser = User::active()->first() $users, $obj
Config and language files index snake_case articles_enabled ArticlesEnabled; articles-enabled
View kebab-case show-filtered.blade.php showFiltered.blade.php, show_filtered.blade.php
Config snake_case google_calendar.php googleCalendar.php, google-calendar.php
Contract (interface) adjective or noun AuthenticationInterface Authenticatable, IAuthentication
Trait adjective Notifiable NotificationTrait
Trait (PSR) adjective NotifiableTrait Notification
Enum singular UserType UserTypes, UserTypeEnum
FormRequest singular UpdateUserRequest UpdateUserFormRequest, UserFormRequest, UserRequest
Seeder singular UserSeeder UsersSeeder

🔝 সূচীপত্রে ফিরে যান

যত সম্ভব সংক্ষিপ্ত ও সহজে পড়া যায় এমন সিনট্যাক্স লিখবেন

খারাপঃ

$request->session()->get('cart');
$request->input('name');

ভালঃ

session('cart');
$request->name;

আরো উদাহরণঃ

সাধারণ সিনটেক্স সংক্ষিপ্ত এবং আরো সহজে পাঠযোগ্য সিনটেক্স
Session::get('cart') session('cart')
$request->session()->get('cart') session('cart')
Session::put('cart', $data) session(['cart' => $data])
$request->input('name'), Request::get('name') $request->name, request('name')
return Redirect::back() return back()
is_null($object->relation) ? null : $object->relation->id optional($object->relation)->id
return view('index')->with('title', $title)->with('client', $client) return view('index', compact('title', 'client'))
$request->has('value') ? $request->value : 'default'; $request->get('value', 'default')
Carbon::now(), Carbon::today() now(), today()
App::make('Class') app('Class')
->where('column', '=', 1) ->where('column', 1)
->orderBy('created_at', 'desc') ->latest()
->orderBy('age', 'desc') ->latest('age')
->orderBy('created_at', 'asc') ->oldest()
->select('id', 'name')->get() ->get(['id', 'name'])
->first()->name ->value('name')

🔝 সূচীপত্রে ফিরে যান

নতুন ক্লাসের পরিবর্তে IoC কন্টেইনার বা facades ব্যবহার করুন

নতুন ক্লাসের সিনট্যাক্স ক্লাস গুলোকে টাইট কাপলিং করে এবং টেস্টিং জটিল করে। এর থেকে ভালো IoC container অথবা facades ব্যাবহার করা।

খারাপঃ

$user = new User;
$user->create($request->validated());

ভালঃ

public function __construct(User $user)
{
    $this->user = $user;
}

...

$this->user->create($request->validated());

🔝 সূচীপত্রে ফিরে যান

.env ফাইলের ডাটা সরাসরি নিবেন না

বরং ডাটা গুলোকে কনফিগ ফাইলের মধ্যে রাখুন এবং config() হেল্পার ফাংশন ব্যাবহার করে আপনার এপ্লিকেশনে ব্যবহার করুন।

খারাপঃ

$apiKey = env('API_KEY');

ভালঃ

// config/api.php
'key' => env('API_KEY'),

// Use the data
$apiKey = config('api.key');

🔝 সূচীপত্রে ফিরে যান

তারিখ গুলো স্ট্যান্ডার্ড ফরম্যাট এ রাখবেন। তারিখের ফরম্যাট পরিবর্তনের জন্য accessors এবং mutators ব্যবহার করুন

খারাপঃ

{{ Carbon::createFromFormat('Y-d-m H-i', $object->ordered_at)->toDateString() }}
{{ Carbon::createFromFormat('Y-d-m H-i', $object->ordered_at)->format('m-d') }}

ভালঃ

// Model
protected $dates = ['ordered_at', 'created_at', 'updated_at'];
public function getSomeDateAttribute($date)
{
    return $date->format('m-d');
}

// View
{{ $object->ordered_at->toDateString() }}
{{ $object->ordered_at->some_date }}

🔝 সূচীপত্রে ফিরে যান

অন্যান্য ভাল অনুশীলন

routes ফাইলের মধ্যে কখনো লজিক রাখবেন না।

Blade টেম্পলেটের মধ্যে ভ্যানিলা PHP এর ব্যাবহার কমায় ফেলেন।

🔝 সূচীপত্রে ফিরে যান